গতকাল রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (BRPD) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, গ্রাহকদের থেকে পাসপোর্ট এনডোর্সমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করতে পারবে তফসিলি ব্যাংকগুলো।
তবে এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ কিংবা অন্য কোনো নামে কোনো অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন তফসিলি ব্যাংক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বিভিন্ন হারে চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন আদায় করে থাকে, যা গ্রাহকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা সংগ্রহের আগ্রহ কমিয়ে দেয়।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে এনডোর্সমেন্ট ফি রাখলে বিদেশগামী যাত্রীরা বৈধভাবে ডলার কিনতে আরও বেশি আগ্রহী হবেন এবং ব্যাংকগুলোতেও গ্রাহকদের আস্থা ফিরবে।
নতুন নির্দেশনা অনুযায়ী:
শুধু পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে।
এর বাইরে কোনো সার্ভিস ফি, চার্জ, কমিশন বা অন্য কোনো নামে অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।
এই পদক্ষেপ বিদেশগামীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকসেবায় স্বচ্ছতা বজায় রাখার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।