সরকারি চাকরিজীবীরা পেলেন সুখবর!

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থবছরে সুখবর আনতে চলেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে চালু হতে পারে মহার্ঘ ভাতা (ডিএ)। এর ফলে সরকারি কর্মচারীদের বেতনে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার অনুমোদনের ভিত্তিতে আসন্ন বাজেট বক্তৃতায় ডিএ সংক্রান্ত ঘোষণা অন্তর্ভুক্ত করা হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকেই মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে।

প্রাথমিক প্রস্তাবনায় বলা হয়েছে, ১ থেকে ৯তম গ্রেডের কর্মচারীদের জন্য ১০% থেকে ১৫% হারে এবং ১০ থেকে ২০তম গ্রেডের জন্য ২০% হারে ডিএ প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা।

এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। এতে সভাপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানেই চূড়ান্তভাবে মহার্ঘ ভাতার হার নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এরই মধ্যে বিভিন্ন দপ্তর থেকে সুপারিশ সংগ্রহ এবং প্রস্তাব তৈরির কাজ শুরু হয়েছে।

তবে নতুন ডিএ চালুর ফলে বর্তমানের ৫% বিশেষ প্রণোদনা বাতিল করা হবে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া এই বিশেষ প্রণোদনা কয়েক বছর ধরে বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে যুক্ত ছিল।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে একটি কমিটি গঠন করে মহার্ঘ ভাতা সংক্রান্ত প্রস্তাব তৈরি করা হয়। তবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের কারণে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে, যা প্রশাসনের ভিতরে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। সংশ্লিষ্ট মহলের মতে, সেই ক্ষোভ প্রশমনে আবারও এই সিদ্ধান্ত বিবেচনা করছে সরকার।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার খাতে Tk ৮২,৯৯০ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা জাতীয় বাজেটের ১০.৪১%। প্রতিবছর এই খাতে গড়ে ৬% থেকে ৮% পর্যন্ত ব্যয় বৃদ্ধি পায়। সেই হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে এই বরাদ্দ Tk ৮৯,৫০০ কোটি হতে পারে। তবে ডিএ যুক্ত হলে এই ব্যয় Tk ৯৭,০০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে চালু হওয়া অষ্টম বেতন কাঠামো অনুযায়ী, প্রতি বছর ৫% হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান ছিল। তবে এবার সেই নিয়ম বাতিল করে নতুন করে ডিএ চালুর পথে হাঁটছে সরকার। সবমিলিয়ে, আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে একটি নতুন আর্থিক কাঠামো, যা তাদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *