নাটোরের লালপুরে এবার অনলাইনে কেনা-বেচা সহজ করতে চালু হয়েছে স্থানীয় ডিজিটাল মার্কেটপ্লেস মাইলালপুর ডট স্টোর। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবার লালপুরের যেকোনো ব্যক্তি নিজের নতুন বা পুরাতন পণ্য সহজেই অনলাইনে বিক্রি করতে পারবেন—একটি ফ্রি স্টোর খুলে। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে কোনো কমিশন ফি নেই। সম্পূর্ণ ০% কমিশন ফি দিয়ে পণ্য বেচাকেনার স্বাধীনতা দিচ্ছে এই প্ল্যাটফর্মটি।
মাইলালপুর ডট স্টোর মাল্টিভেন্ডার সুবিধাযুক্ত একটি পূর্ণাঙ্গ লোকাল মার্কেটপ্লেস, যেখানে লালপুর উপজেলার বাসিন্দারা নিজের ইচ্ছেমতো একটি অনলাইন স্টোর খুলে নানা ধরনের পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এখানকার ব্যবহারকারীরা মোটরবাইক, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, গাড়ি, এমনকি জমিজমার মতো বড় সম্পত্তির পোস্টও দিতে পারছেন খুব সহজে। সাইট লিংক https://mylalpur.store
শুধু পণ্য নয়, চাকরি খোঁজার সুযোগ এবং চাকরিদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তি চাকরির বিজ্ঞাপনও দিতে পারছেন এই প্ল্যাটফর্মে। যারা টিউশনি খুঁজছেন কিংবা টিউশন দিতে আগ্রহী, তারাও মাইলালপুর ডট স্টোরে নিজের প্রোফাইল তৈরি করে সহজেই যোগাযোগ করতে পারছেন আগ্রহীদের সঙ্গে।
মাইলালপুর ডট স্টোর লালপুরে বসবাসকারী সাধারণ মানুষের জন্য একটি কার্যকর ডিজিটাল সমাধান হয়ে উঠছে। এখান থেকে এখন সবাই নিজের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপন দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। একদিকে যেমন বাড়ছে বিক্রির সুযোগ, অন্যদিকে সহজ হচ্ছে প্রয়োজনীয় পণ্য বা সার্ভিস পাওয়া।
স্থানীয়দের ডিজিটাল জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। মাইলালপুর ডট স্টোর এখন লালপুরের নিজস্ব অনলাইন বাজার, যেখানে একটি প্লাটফর্মে ক্রেতা ও বিক্রেতা সকলেরই মিলনমেলা ঘটেছে।